ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

দিনাজপুরে ঘন কুয়াশার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৩:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরে গত কয়েক দিনের তুলনায় আজ রোববার ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। রাস্তায় দিনের বেলা যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত বৃহস্পতিবার ১৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বাতাসে আদ্রতা বেশি ও মৃদু বাতাসের জন্য শীত প্রয়োজনের তুলনায় বেশি উপলব্ধি হচ্ছে বলে জানালেন আবহাওয়া অফিসের কমকর্তা।

অনেক বেলা করেও সূর্যের মুখ দেখা যাচ্ছে না। চলতি মাসে শৈত্য প্রবাহের কোন সম্ভাবনা নেই। আগামী ডিসেম্বর ও জানুয়ারীতে শীত বেশি থাকবে। সে সময় কয়েক দফায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে শীত বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্টটা অনেকটা বেশি।