ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

দিরাই উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী নুরুল আজিজ - সম্পাদক কাজী ফিরোজ আলী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ ০৯:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের দিরাই উপজেলা কাজী সমিতি ৩ বছর মেয়াদী কমিটি পূণর্গঠন করা হয়েছে। সোমবার বিকালে দিরাই থানা পয়েন্টস্থ কাজী অফিসে,কাজী আবু নুর মোঃ নুরুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে,কাজী ফিরোজ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সম্মানিত উপদেষ্টা কাজী ফারুক আহমদ। 

 

সভায় দিরাই উপজেলার সকল কাজীগণের উপস্হিতিতে ও সর্বসম্মতিক্রমে দিরাই উপজেলা কাজী সমিতির দিরাই পৌরসভার ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের কাজী আবুনুর মোঃ নুরুল আজিজ চৌধুরী কে সভাপতি, ৬ নং করিমপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মোঃ হাবিবুর রহমান কে সহ-সভাপতি, ৭ নং জগদল ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী ফিরোজ আলী কে সেক্রেটারি, দিরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী আবুল কালাম আজাদ কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। সমিতির অন্যান্য সদস্যরা হলেন দিরাই পৌরসভার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের কাজী শিহাব উদ্দিন চৌধুরী, কাজী আবু মুসা সিদ্দিকী ও ২ নং ভাটিপাড়া ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী শিব্বির আহমদ, তাদেরকে সদস্য করে কমিটি পূণর্গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে  ৮ নং তাড়ল ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী ফারুক আহমদ, ১ রফিনগর ইউ পির কাজী তাজ উদ্দিন ও ৯ নং কুলঞ্জ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী আব্দুল আওয়াল।