ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা রাখে ছাত্রলীগ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৩:০০ অপরাহ্ন | জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন খালেদা জিয়া। অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ এগোতে পারে না। এরা মানুষের কল্যাণে কাজ করতে পারে না। 

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। 

 

শেখ হাসিনা বলেন, দেশের যেকোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখে ছাত্রলীগ। বাঙালির মুক্তির জন্যই ছাত্রলীগের প্রতিষ্ঠা। সবসময় মানুষের পাশে দাঁড়ায় তারা। কৃষকের ধানও কেটে দেয় এরা। 

 

তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা পালন করে ছাত্রলীগ। তারা কখনও পিছপা হয় না। ১-১১ সময়ও আপোস করেনি তারা। সেসসময় জরুরি অবস্থা জারি ছিল। তবু এগিয়ে এসেছিল ওরা। ৎ

 

প্রধানমন্ত্রী বলেন, আজকের ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম, অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে  জড়িত তারা।