ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা এসে ভটভটি উল্টে নিহত ১, আহত ১৫

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ১৩ নভেম্বর ২০২১ ০২:০৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
 
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানের কর্মী সমর্থকরা তাঁকে শুভেচ্ছা জানাতে এসে রাস্তায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর- যাতাহারা সড়কের তেঘরিয়া এলাকায এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদুল চান্দু (৩৫)। তিনি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজের আলীর ছেলে।
আহত লতিফ জানান, ওইদিন বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন দেখতে তাঁর বাড়ী জশৈল গ্রামের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে তেঘরিয়া এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভটভটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ছিল।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মী নাহিদ ইসলাম জানান,খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তিনি জানান,আহতের কয়েকজনের অবস্থা গুরুতর।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন,বেগপুর গ্রামের মারুফ (১২),আমিন (৬৫),ইসমাইল (৪৫),হুমায়ুন (৬০),মতিন (৩০),কেরামত (৪০), নাইম (১৩),মুরশেদ (৪৫),জুয়েল (৪৫),লতিফ (৫০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গুরুতর আহত বাদল চান্দুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাচোল হাসপাতালে মারা যান। অন্যান্য আহতরা গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান আহতদের দেখতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে যান।