ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

নিয়মিত অভিযান সিসিকের উচ্ছেদ ও জরিমানা আদায়

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ১২:১৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

ফুটপাত দখলমুক্ত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) অভিযান পরিচালনা করা হয়।

 

নগরীর নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫শ টাকা অর্থদÐ করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান করে সিসিক কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন দোকান উচ্ছেদ ও ফুটপাত দখল করা ব্যবসায়ীদের জরিমান আদায় করা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।