ঢাকা, সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের মৃত্যু

মোঃ জালাল উদ্দিন মৌলভীবাজার : | প্রকাশের সময় : সোমবার ৩ জুলাই ২০২৩ ০৬:৫১:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকালে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়া ও সুমি বেগম দম্পতির ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।
উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। ঘটনার দিন সকালে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়। শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে উদ্ধারের আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, নিহত দুই শিশুর লাশ তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।