ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ০৬:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার (৯ ডিসেম্বর)  উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাতা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কার্যক্রম শুভ উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। এরপর দিবসটি উপলক্ষে 'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' স্লোগানে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক পথসভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ্ব নূরুল ইসলাম খানের পরিচালনায় পথসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খান, পলাশীহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম শামছুল হক, ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি পারভীন আক্তার রেবা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোজাম্মেল হক আলামিন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো অংশ গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম দুলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার সহ সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস স্কাউট এবং অন্যান্যরা শিক্ষার্থীরা। বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের সকলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মনোভাব গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ্ব নূরুল ইসলাম খান।