ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনীতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

জেলা প্রতিনিধি, ফেনী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৬:৪৭:০০ অপরাহ্ন | জাতীয়
বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে করতে আসন্ন উচ্চ মাধ্যমিকের কেন্দ্রীয় পরিক্ষা কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে করনা ভ্যাকসিন টিকা প্রদান কর্যক্রম ফেনীতে ও শুরু হয়েছে আজ ।
 
বৃহস্পতিবার (২৫ নভেম্বর ) সকাল ৯ টায় ফেনী শিশু  নিকেতন কালেক্টরেট স্কুলে উচ্চ মাধ্যমিকের ১হাজার ১২ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হয়।এই কার্যক্রমটি বিকাল ৩ টা পর্যন্ত চলবে।এই কেন্দ্রটিতে সরকার জিয়া মহিলা কলেজের ৯০৬ মহিপাল সরকারি কলেজ ৭৯ জন এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজের ২৭ জন শিক্ষার্থীকে এই করোনা ভ্যাকসিন দেয়া হয়।ভ্যাকসিন দিতে আসা শিক্ষার্থীদের জন্য ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর পক্ষ থেকে কলম এবং পানির ব্যাবস্থা করা হয়।সকাল থেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শৃংখলাবদ্ধ হয়ে ফাইজার প্রথম ডোসটি সংগ্রহ করে।।এই কার্যক্রমের ছাত্র সংখ্যা ৮৭৯ জন এবং ছাত্রী ১১৮৬ জনকে এই টিকা প্রদান করা হবে‌।