ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বগুড়ায় মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৩ এপ্রিল ২০২৪ ০৫:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ায় মেয়ে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল গ্রামের আলম মোল্লা। বুধবার বেলা সাড়ে ১২ টায় বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে সাধনা বেগমকে গত ২৬মার্চ বিকেল ৫টার দিকে তার স্বামী সোনাতলা উপজেলার মোঃ মনির মাহমুদ শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা ঘরের ধরনার বাঁশের তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস টানিয়া আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালায়। এই হত্যাকে অপমৃত্যু হিসেবে চালিয়ে দেয়ার জন্য আমার স্ত্রী কল্পনা বেগমের কাছ থেকে অপমৃত্যুর সংবাদের সাধারণ ডায়েরীতে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়। স্বাক্ষর করে নিয়ে নিজেদের অপরাধকে ঢাকার চেষ্টা করেছে। 

তিনি আরও বলেন, আমার মেয়ের স্বামী মোঃ মনির মাহমুদ বিয়ের পর থেকেই বদ মেজাজী। সংসারের ছোট-খাটো বিষয়ে মারধর করতো। গত ২৬ মার্চ সকালে বাবার বাড়ী থেকে যৌতুক নিয়ে আসার সাধনা বেগমের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সাধনা যৌতুকের টাকা এনে দিতে পারবে না জানালে মনির ক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। ৬ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও শুরু থেকেই যৌতুকের কারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বিগত সময়ে আরো দুটি বিয়ে করেছিল মনির। সে একজন নারী লিপ্সু ও নেশাগ্রস্থ। নেশার টাকা যোগানোর তাগিদে যৌতুকের চাপ সৃষ্টি করে। আমি ও আমার স্ত্রী কল্পনা বেগম কম লেখাপড়া থাকায় শ্বাসরোধে হত্যা করার পরেও থানার অপমৃত্যুর সংবাদে স্ত্রী নিকট হতে জোরপূর্বক স্বাক্ষর ও সুরতহাল প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে মৃত্যুর সঠিক রহস্য উন্মোচনে বাধাগ্রস্থ করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।