ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৫ জন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০২:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর
তৃতীয় ধাপের অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউপিতে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে দুজন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ৩ জন সাধারণ ওয়ার্ড ইউপি সদস্য রয়েছেন।
 
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজয়ী ৫ প্রার্থী হলেন আমজানখোর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য রিক্তা আকতার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসনা গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেয়ারা বেগম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোহিনুর বেগম, বানু আক্তার ও মুক্তা বেগম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
 
অপরদিকে বিজয়ী ধনতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য চম্পাবতী রানী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরশাদ আলী, বৃন্দাবন সিংহ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য ইউনুস আলী ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম, ৭ নম্বর ওয়ার্ডের ফজলে হোসেন, ইসরাইল হক, খালেকুল ইসলাম ও নাসিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
 
উপজেলায় গত শুক্রবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।