ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবীদের শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : সোমবার ১৭ জুলাই ২০২৩ ০৬:৫৬:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য
ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং সর্বোচ্চ পৌর করদাতাদের সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সোমবার (১৭ জুলাই) সকালে স্থানীয় লোকনাথ ট্যাঙ্কেরপাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান টরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। 
 
 
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. সোপানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস। 
 
 
সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গৃহিত উদ্যোগ নি:সন্দেহে অনুকরণীয়। একই সাথে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করায় পৌর এলাকার সাধারণ মানুষ কর প্রদানে আরো আগ্রহী হবেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থীর মাঝে তিন লাখ পাঁচ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান এবং ১০ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।