ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এমপি ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : রবিবার ৩১ মার্চ ২০২৪ ১১:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে। এসময় এমপি এস এম ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের  ফান্ডে ১ লক্ষ টাকা ও ইসিজি মেশিন ক্রয়ের জন্য ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের ঘোষণা দেন। এর আগে হাসপাতাল কতৃর্পক্ষ এমপি এস এম ইয়াকুব আলীকে সংবর্ধনা স্মারক প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমের বর্ণনা দিয়ে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার বসু, ডা: আমিরুল বারী, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক মন্টু, কবি ও লেখক অলিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ব্র্যাক এনজিও প্রতিনিধি নাজমা আক্তার ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।