ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

মনিরামপুরে ঈদের দিন পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : সোমবার ১৫ এপ্রিল ২০২৪ ০৪:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুরে ঈদের দিন পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যুর হয়েছে। আড়াই বছরের শিশু মাহমুদউল্লাহ পানিতে ডুবে আর ২২ বছরের যুবক সেনা সদস্য রাকিবুল ইসলাম রাব্বি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছে। পৃথক দুইটি ঘটনা ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাপুর গ্রামে আর এদিন সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে। নিহতরা হলো- উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে আড়াই বছরের শিশু মাহমুদউল্লাহ। এই শিশু মায়ের সঙ্গে ঈদ করতে উপজেলার ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নানের বাড়িতে আসে। এদিন শিশুটির মা মুনিয়া রান্নার কাজে ব্যস্ত ছিলো। অনেকক্ষন শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। এক পর্যায় পাশের পুকুরে শিশু মাহমুদউল্লাহর নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে। সব থেকে দুঃখজনক হলো, শিশুটি জন্মের ৬ মাসের মাথায় পিতা হারা হয়। আর সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য রাকিবুল ইসলাম রাব্বি (২২)। তিনি উপজেলার কুয়াদা বাজার এলাকার সাবেক সেনা সদস্য সোহরাব হোসেনের ছেলে। রাব্বি ঈদের দিন বিকালে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে অপর একটি মোটরসাইকেলের সাথে সন্ধ্যা ৬ টার দিকে দুর্ঘটনার শিকার হন। দুটি মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন জনই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক সঞ্জিত কুমার ও মনিরামপুর থানার উপ পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক নিহতর বিষয় নিশ্চিত করেন। ঈদের দিন পৃথক ঘটনায় দুটি অকাল মৃত্যুতে স্ব স্ব গ্রামে শোক ছায়া নেমে আসে।