ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

মৌলভীবাজার জেলার সেরা করদাতা বড়লেখার জালাল আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৪ নভেম্বর ২০২১ ১১:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার জেলার সেরা করদাতা হয়েছেন বড়লেখা উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার জালাল আহমদ। বুধবার দুপুরে মৌলভীবাজার কর কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে তাকে সেরা করদাতার পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার মিজানুর রহমান। সহকারী কর কমিশনার সৈয়দা নীলিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর পরিদর্শক মোছাম্মাৎ জাকিয়া সুলতানা, আয়কর আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, আয়কর আইনজীবী মাহমুদুর রহমান, সেরা করদাতা জালাল আহমদ ও মুহিবুর রহমান প্রমুখ।

 

করদাতা সম্মাননা পাওয়া জালাল আহমদ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরনের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে।’

 

প্রসঙ্গত, জালাল আহমদ ২০২০-২০২১ করবর্ষে জেলার সেরা করদাতা হয়েছেন। এর আগে ২০১৯-২০২০ কর বছরে জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদাকারী হিসেবেও সেরা করদাতা হয়েছিলেন। তিনি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মিছবাহুল ইসলামের ছেলে।