ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ,কোন সংকট নেই -ডিসি

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৭:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর
নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই বিতরন কার্যক্রম। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক সুরাইয়া জাহান। পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।
 
লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ও সভাপতি, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম।
 
 
 
২০২৪ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বরাদ্দ ও প্রাপ্তি তথ্য জেলা থেকে জানা যায় রায়পুর উপজেলায় ৩২ হাজার , রামগতি উপজেলার ২৯ হাজার, কমলনগর উপজেলার ২৫ হাজার, রামগঞ্জ উপজেলায় ২৬ হাজার, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় ৮০ হাজার  শিক্ষার্থী এবার নতুন বই পেয়েছে। 
 
মাধ্যমিক শাখা অফিস থেকে জানা যায়, জেলায় ৩৩ লাখ বইয়ের চাহিদা থাকলেও সরবারহ করা হয়েছে ২২লাখ বই ।
 
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন নতুন পাঠ্য বই রায়পুর মার্চেন্টস একাডেমীতে বিতরণ শেষে জানান, সরকার শিক্ষার্থীদের প্রতি বছরের ন্যায়ে এবারো বিনামূল্যে বই বিতরণ করেছে। যারা বই পায়নি তারা নির্বাচনের পরে বই পাবেন। বই বিতরণ নিয়ে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থার নির্দেশনা দেন। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুপ্রেরণা দেন।
 
জেলা প্রশাসক সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। এ শিশুরাই আগামীদিনে ভবিষ্যৎ। তারা যেন নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে,সে জন্য সরকারের বিনামূল্য বই বিতরণের এ উদ্যোগ নিয়েছে সরকার। এবার বইয়ের কোন সংকট নেই। সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই।