ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

শান্তিগঞ্জে ইউএনও'র বিরুদ্ধে ৮ ইউপি চেয়ারম্যান একাট্টা : ফসল রক্ষা বাঁধের পিআইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ৫ জানুয়ারী ২০২৪ ০৯:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জে জেলার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার বিরুদ্ধে কাবিটা প্রকল্পের মাধ্যমে উপজেলায় ফসল রক্ষাবাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়মের অভিযোগ উঠে।  গত বৃহস্পতিবার(৪ জানুয়ারী) উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান একাট্টা হয়ে জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন সহ তাদের উপর অর্পিতদায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছেন। সদ্য বিদায়ী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার উজ জামান এর সাথে থেকে এবং প্রশাসনের দিক নির্দেশনায় বিগত ২ বৎসর নিয়ম মাফিক পানি উন্নয়ন বোর্ডের অধীনে (কাবিটা) প্রকল্পের মাধ্যমে উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) গঠন ও ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে দায়িত্ব পালনকরে আছেন।  ২০২৩-২০২৪ অর্থ বছরে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুকান্ত সাহা পানি উন্নয়ন বোর্ডের (কাবিটা) প্রকল্পের কয়েকটি ইউনিয়নের গণশুনানি থেকে শুরু করে পিআইসি গঠন পর্যন্ত সকল কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে  সম্পৃক্ত  না করে সম্পূর্ণ একক ভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেছেন। এতে প্রকৃত কৃষক তার ন্যায্য অধিকার হতে বঞ্চিত হয়েছেন এবং অনেক মধ্যস্বত্বভোগী পিআইসিতে অন্তর্ভূক্ত করা হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক।উপজেলা নির্বাহী অফিসারের এহেন কার্যক্রমে উপজেলার প্রকৃত কৃষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কর্তৃক নিয়ম বহির্ভূত ভাবে পানি উন্নয়নবোর্ডের (কাবিটা) প্রকল্পের গঠিত পিআইসিসমূহ বাতিল করে প্রকৃত কৃষকদের নিয়ে নতুন করে প্রকল্প সমূহের পিআইসি গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগে উল্লেখ করেন। শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম,শাহীনুর রহমান শাহীন,আব্দুল বাছিত সুজন, মাসুক মিয়া, রিয়াজুল ইসলাম,জগলুল হায়দার, সুফি মিয়া, লুৎফুর  রহমান জায়গীরদার খোকন বলেন, চলতি বছর শান্তিগঞ্জউপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে যে সকল পিআইসি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে যাদেরকে অন্তূভূর্ক্ত করা হয়েছে অধিকাংশ কৃষক নয়। তারা হাইব্রিড কৃষক। ইউপি চেয়ারম্যানরা স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করি।  কিন্তু আমাদের কোন মতামত গ্রহণ না করেই ইউএনও এককসিদ্ধান্তে ফসল রক্ষা বাঁধ বাস্তবায়নে কমিটি গঠন করেছেন।  এতে আগামী দিনে ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ঝুঁকি ও সংঙ্খা রয়েছে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, কি বিষয়ে অভিযোগ করেছে। তা আমি নিজেও জানি না। পরে আমি জানতে পেরেছি। পিআইসি কমিটি গঠনে তাদের চাহিদা থাকতে পারে। উনারা নির্দিষ্ট করে কোন পিআইসির দাবী জানালে উপজেলা কমিটি বসে সেটা সিদ্ধান্ত নিতে পারতেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।  এইবিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে বসবো।