ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৩ জানুয়ারী ২০২৪ ০৬:৩২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে; আগামী ১৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ-২০২৪ এর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ ও ৮ তারিখ খসড়া সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ জানুয়ারি বিকাল ৪টায়।

এরপর ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে; এদিন বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি বিকাল ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২ টা; এদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এরপর ১৮ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।