ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

সিলেটে মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ ০৩:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতার সিলেট সিটি করপোরেশন পর্যায়ে 'জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের' সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরের দলদলি চা বাগান মাঠে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার। এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম।

'চল ফুটবল খেলি' প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।