ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটের পথে প্রান্তরে ভালোবাসায় সিক্ত হচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ জুন ২০২৩ ০৫:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের পথে প্রান্তরে ভালোবাসায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সকালে গণসংযোগে বের হওয়ার পরপরই সাধারণ মানুষের বেষ্টনীতে পড়েন তিনি। হাত বাড়িয়ে দেন অনেকে হাত মেলানোর জন্যে। যেখানেই যান সেখানকার শিশু, কিশোর, যুবকসহ সব বয়সের মানুষ আনোয়ারুজ্জামানের সাথে ছবি তোলার জন্যে প্রতিযোগিতায় লিপ্ত হন। এসময় ক্লান্তিহীনভাবে আনোয়ারুজ্জামান চৌধুরী সাধারণ মানুষের দলে মিশে যান। জানান দেন তিনি প্রকৃতপক্ষেই নগরবাসীর সেবক হতে চান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক কর্মসূচি এখন আনোয়ারুজ্জামান চৌধুরীর গলায় যেন ফুলের মালা। ৪ মে তিনি সিলেট নগরীতে একাধিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।

সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডের কর্মসূচিতে অংশ নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শুধু উন্নয়ন করলেই হবে না। পরিকল্পিত এবং টেকসই উন্নয়নের প্রয়োজন। সিলেটে স্থায়ী বা দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ে না। তাই সিলেট নগরীকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সঠিক নিয়মে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে।

সিলেটের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই এখানে নৌকা প্রতীক দিয়ে আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া সিলেটের সন্তান হিসেবে এখানে আমারও অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ২১ জুন সিলেট সিটির সম্মানিত ভোটারবৃন্দকে নৌকা প্রতীকে ভোট প্রদানসহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার (৪ জুন) দুপুরে সিলেট নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও ৩০ নম্বার ওয়ার্ডের শিববাড়ী এলাকায় নির্বাচনী গণসংযোগক করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বলদেব কৃন্ন দাস।

উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালাই বক্স, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদরু, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান, রাসেল আহমদ, ইসমাইল হোসেন আনন্দসহ নেতৃবৃন্দ।

৩০নং ওয়ার্ডে গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এমরুল হাসান সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান, উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, বদরুল আলম শিশু, মাক্কু মিয়া, মনসুর আহমদ, রেকি আহমদ, আলাউদ্দিন, আলতাব মিয়া, সাবুউদ্দিন মিয়া, রায়হান আহমদ উজির, মিসবাহ মিয়া, মিজান মিয়া, ফারুক মিয়া, জুনেদ মিয়া প্রমুখ।

সিলেটে নৌকার পক্ষে ব্যারিস্টার ইমন
সিলেটস্থ সুনামগঞ্জবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবীর ইমন।
রবিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি  মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এসময় প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. নান্টু রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সদস্য এড. মলয় চক্রবর্তী রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, রফিউল্লাহ ফজলু, রেজাউল আলম নিক্কু, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিতু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেহার রঞ্জন দাস, এড. সায়েদুর রহমান, এড. মাছুম আহমেদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, সিলেট মহানগর যুবলীগ নেতা আলী হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সিলেট মহানগর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক বাবলু খান, সিলেট ৮ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কাদির খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হিমেল দাশ রিকি, সিলেট ৩৭ নং ওয়ার্ড এর সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি অলিউর রহমান, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা সুবির তালুকদার, মোজাম্মেল আহমেদ, রুহেল আহমেদ, আতিকুর রহমান, মনির খান, সোহেল পুরকায়স্থ, শায়েক আহমেদ, জুনেদ আহমেদ, জাকির আহমেদ, সুমন দাস, মকসুদ আহমেদ, ফারুক আহমেদ আলভী প্রমুখ।