ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

২১ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব বন্ধ।। মুরাদনগরে মাল্টিমিডিয়া ক্লাশ কার্যক্রম ব্যাহত

মমিনুল ইসলাম মোল্লা,মুরাদনগর প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৯ অগাস্ট ২০২২ ১১:৫৯:০০ পূর্বাহ্ন | শিক্ষা

কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৪ হাজার। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই মাল্টিমিডিয়া প্রজেক্টরভিত্তিক আইসিটি ক্লাস নেওয়ার জন্য প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। প্রজেক্টরভিত্তিক আইসিটি ক্লাস নেওয়ার জন্য সব কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক বা একাধিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ন্ দুঃখের বিষয়, উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই মাল্টিমিডিয়া প্রজেক্টরভিত্তিক আইসিটি ক্লাস হচ্ছে না। এতে শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।জানা যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য যোগাযোগ প্রযুক্তি নামের একটি বই আবশ্যিক হিসেবে পাঠ্য রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষকও নিয়োগ দেওয়া আছে। তা ছাড়া শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার জন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সংযোগ সরাঞ্জম সরবরাহ করা হয়েছে। সেই সুবাদে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানও এসব সরঞ্জাম পেয়েছে। পাশাপাশি এগুলো চালানোর জন্য প্রতিটি প্রতিষ্ঠান থেকে এক বা একাধিক শিক্ষককে সরকারি উদ্যোগে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার বলেন, ‘মুরাদনগর উপজেলায় ১৩টি কলেজ, ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় ৩৫টি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৬৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যুৎ সংযোগ আছে সব কয়টি প্রতিষ্ঠানে। এর মধ্যে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবও রয়েছে। আমাদের পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরভিত্তিক আইসিটি ক্লাস নেওয়ার জোর তাগিদ দেওয়া আছে। কিন্তু এর ব্যত্যয় ঘটার বিষয়টি দুঃখজনক