রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছে হাঙ্গেরি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস বৃহস্পতিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, পুতিনকে গ্রেপ্তার করা হাঙ্গেরির আইনে কোনো ভিত্তি নেই।
গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে।
রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে গার্জেলি গুলিয়াস বলেন, ‘আমরা হাঙ্গেরির আইনের কথা বলতে পারি। সেই ভিত্তিতে আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারি না...কারণ হাঙ্গেরিতে আইসিসির আইন জারি করা হয়নি। ’
হাঙ্গেরি ১৯৯৯ সালে আইসিসির রোম সংবিধিতে স্বাক্ষর করে। প্রধানমন্ত্রী অরবান যখন প্রথমবার ক্ষমতায় তখন ২০০১ সালে এটি অনুমোদিত হয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই আইসিসির বিচারব্যবস্থা স্বীকার করে না।
এদিকে আইসিসির পরোয়ানায় প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।