তীব্র দাবদাহের পর ভারতের পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই কৃষক। ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজ্যটির পাঁচটি জেলায় কালবৈশাখীর ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া গ্রামীণ থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান একজন কর্মকর্তা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।