ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

পুতিনকে ট্রাম্পের ফোন, ইউক্রেন যুদ্ধ বন্ধের তাগিদ

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ১১:৪৯:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক
ট্রাম্প ও পুতিন: এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প পুতিনকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন ইউক্রেন যুদ্ধ আর না বাড়ান। বৃহস্পতিবার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো থেকে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দুই নেতার এই ফোনালাপের ব্যাপারে ওয়াশিংটন ও কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এর একদিন আগে ট্রাম্প কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। ওয়াশিংটন পোস্ট, এএফপি

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধের মাত্রা কমানোর আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে ট্রাম্পের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্প পুতিনকে ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছেন।

শিগগিরই ইউক্রেনের যুদ্ধ সমাধানের বিষয়ে আলোচনা করার জন্য আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। 

 

এর আগে গত বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপে সেদিন যোগ দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। 

জেলেনস্কি সেইদিনের ফোনালাপকে চমৎকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, তিনি এবং ট্রাম্প ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছেন। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। টানা ৯৮৯ দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।