ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
ফুটবলে নতুন ইতিহাস

আর্জেন্টিনাকে কাঁদিয়ে জিতলো সৌদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ ০৬:০১:০০ অপরাহ্ন | খেলাধুলা

 

 

স্রোতের বিপরীতেই ঘটল ঘটনা। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার!  ২-১ গোলে জিতলো সৌদি আরব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরি খেলছে তাদের সঙ্গে। সৌদি আরবের জালে মেসির গোলের পর গুনে গুনে আরও তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয় ১-০ গোলে এগিয়েই। বাকি তিনটি গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।

 

 

দ্বিতীয়ার্ধে খেলার দৃশ্যপট যেন জাদুর মতো পাল্টে গেল। একের পর এক অ্যাটাক শুরু হলো সৌদির তরফ থেকে। বিরতির পর তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান সৌদি আরবের ফরোয়ার্ড সালেহ আলসেহরি (১-১)।

 

ওই গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে।

 

তখনো সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, ৫৩ মিনিটেই আবার গোল খেয়ে বসল অগোছালো আর্জেন্টিনা। স্ট্রাইকার সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায় ২-১ গোলে।