এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে। কেঁপে উঠল উত্তর ভারতের একাংশও। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালে ছিল বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র। তারা জানায়, শনিবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে নেপালে (ভারতের উত্তরাখণ্ডের সীমান্তের কাছে) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২১২ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৭১ কিলোমিটার, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৩ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯৭ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩০৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস