ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে কঠিন সমীকরণে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। হারলেই বাদ। থাকবে না ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার জন্য হিসাব-নিকাশ। এই পরিস্থিতিতে লে আলবিসেলেস্তেদের জন্য বাঁচা-মরার ম্যাচ এটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, কাদের নিয়ে একাদশ সাজাবেন লিওনেল স্কালোনি, এ নিয়ে চলছে নানান গুঞ্জন। শেষ ম্যাচে মেসিদের দলে দুটি পরিবর্তন আসছে। এমনটাই ইঙ্গিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।
এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়া রাইটব্যাক নাহুয়েল মলিনা। যদিও ওই ম্যাচে তার থেকে চোখে পড়ার মতো কোনো পারফর্ম্যান্স পাননি ফুটবলপ্রেমীরা। এ ছাড়া গিদো রদ্রিগেজ বা এনজো ফের্নান্দেজের মধ্যে যেকোনো একজন শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন। এক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ-গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া।