ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

বাংলাদশে সনোবাহনিী কাবাডি প্রতযিোগতিা-২০২৫ সমাপ্ত

সালহে বপ্লিব | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:৫১:০০ অপরাহ্ন | খেলাধুলা

 সদর দপ্তর ১০ পদাতকি ডভিশিন এর তত্ত্বাবধানে বাংলাদশে সনোবাহনিী কাবাডি প্রতযিোগতিা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বতিরণী অনুষ্ঠান আজ বৃহস্পতবিার (২০-২-২০২৫) রামু সনোনবিাসে অনুষ্ঠতি হয়। অনুষ্ঠানে জনোরলে অফসিার কমান্ডংি (জওিস)ি ১০ পদাতকি ডভিশিন ও এরয়িা কমান্ডার কক্সবাজার এরয়িা, মজের জনোরলে মোহাম্মদ আসাদুল্লাহ মনিহাজুল আলম  প্রধান অতথিি হসিবেে উপস্থতি থকেে বজিয়ীদরে মাঝে পুরস্কার বতিরণ করনে। আইএসপআির

গত ১৬ ফব্রেুয়ারি ২০২৫ তারখি হতে শুরু হওয়া এই প্রতযিোগতিায় বাংলাদশে সনোবাহনিীর বভিন্নি সনো অঞ্চলরে মোট ১৪টি দল অংশগ্রহণ কর।ে এই প্রতযিোগতিায় ১১ পদাতকি ডভিশিন চ্যাম্পয়িন এবং ১০ পদাতকি ডভিশিন রানার-আপ হওয়ার গৌরব র্অজন কর।ে এ প্রতযিোগতিায় ইউপি ল্যান্স র্কপোরাল মোঃ মনরিুল ইসলাম শ্রষ্ঠে খলেোয়াড় এবং সনৈকি মোঃ রোহান মযি়া শ্রষ্ঠে নবীন খলেোয়াড় নর্বিাচতি হন। এ প্রতযিোগতিার মাধ্যমে সনোবাহনিীর সদস্যদরে মধ্যে শারীরকি সক্ষমতা, খলোধুলার মান উন্নয়ন এবং খলেোয়াড় সুলভ মনোভাবরে বকিাশ ও পারস্পরকি সৌর্হাদ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদশে সনোবাহনিীর র্ঊধ্বতন সামরকি র্কমর্কতাবৃন্দ; রামু সনোনবিাসরে অফসিারগণ, জুনয়ির কমশিন্ড অফসিারগণ এবং অন্যান্য পদবরি সনৈকিবৃন্দ উপস্থতি ছলিনে।

বায়ান্ন/আরএস