ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

৩ রানে হারল বাংলাদেশ

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : সোমবার ১০ অক্টোবর ২০২২ ০১:০৭:০০ অপরাহ্ন | খেলাধুলা

সিলেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ।

নারী এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য কমে দাঁড়ায় ৪১ রান। আর বাংলাদেশকে এ রান সংগ্রহ করতে বেঁধে দেওয়া হয় ৭ ওভার। এ লক্ষ্য পূরণে ব্যর্থ হয় বাংলাদেশের নারীরা।

৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৭ রান করতে সক্ষম হয় নিগার সুলতানার দল। এতে বাংলাদেশ ম্যাচ হারে ৩ রানে।

সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

বৃষ্টি নামার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ১৮ ওভার ১ বলে পাঁচ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছিল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন নীলাক্ষী ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।

অপরদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন নিগার। আর শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইনোকা রানাভিরা।