ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

৫০ শতাংশের নিচে নেমে গেলেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৫ মে ২০২৩ ১০:০১:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ভোটের গণনার ফল প্রকাশ করছে।

 

 

আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরার খবর অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১৪ মে) দিবাগত রাত ২টা ২৭ মিনিট পর্যন্ত ৯০ দশমিক ৬১ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছে।  

এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এগিয়ে থাকলেও তার প্রাপ্ত ভোট নেমে এসেছে ৫০ শতাংশের নিচে।  

৪৯ দশমিক ৯ শতাংশ নিয়ে এগিয়ে রয়েছেন এরদোয়ান। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৪ শতাংশ ভোট। সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট। আগেই সরে যাওয়া প্রার্থী মুহাররেম ইনচে পেয়েছেন দশমিক ৫ শতাংশ ভোট।

দিবাগত রাত ০১টা ০২ মিনিট পর্যন্ত পাওয়া খবরে ৫০ দশমিক ৬ শতাংশ নিয়ে এগিয়ে ছিলেন এরদোয়ান। তখন কিলিচদারোগলুর ছিল ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট।

এই ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভবিষ্যৎ। এই নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে।

তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটাররা লাইনে দাঁড়ান।  রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয় বিকেল ৫টায়।