ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ১০:৩৬:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে পোল্যান্ড।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানী ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই কথা জানান।

 

 

তিনি বলেন, যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইউক্রেনে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে পোল্যান্ড। এগুলো শিগগিরই হস্তান্তর করা হবে।

ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করতে ন্যাটো মিত্রদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল পোল্যান্ড। সে অনুযায়ী জার্মানি ও যুক্তরাষ্ট্র কিয়েভকে ভারী ট্যাংক দেওয়ার ঘোষণা দেয়। পরে কিয়েভ যুদ্ধবিমান চাইলে, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে।

কিন্তু এবার পোল্যান্ডের যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলোর ওপর একই কাজ করার জন্য চাপ সৃষ্টি করতে পারে।

সংবাদ সম্মেলনে দুদা বলেন, সর্বোচ্চ পর্যায়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমরা ইউক্রেনে মিগ পাঠাচ্ছি।

রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি পোল্যান্ড ছিল- এমনকি ইউক্রেন আক্রমণের আগেও।

হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত পোল্যান্ডের একটি ‘সার্বভৌম সিদ্ধান্ত’। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট জো বাইডেনকে এফ-১৬ বিমান পাঠাতে উৎসাহিত করবে না।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা জন কিরবি বলেছেন, এটি এফ-১৬ এর ক্ষেত্রে আমাদের হিসাব পরিবর্তন করে না।

তিনি বলেন, এগুলো যেকোনো দেশের সার্বভৌম সিদ্ধান্ত। আমরা সেই সার্বভৌম সিদ্ধান্তগুলোকে সম্মান করি।