ঢাকা, শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

ঋষভ পন্তের ‘প্রাণ বাঁচানো’ সেই যুবকের বিষপান

স্পোটর্স ডেস্ক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:৪৯:০০ অপরাহ্ন | খেলাধুলা
ছবি: সংগৃহীত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন ঋষভ পান্ত। সেদিন মৃত্যুকে খুব কাছ দেখা পান্তকে যারা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের একজন রজত। কার জীবন বাঁচিয়েছিলেন তখনো সেটি জানতেন না। চিনতেন না ঋষভ পান্তকেও।

বিবেকের ডাকেই ঝাঁপিয়ে পড়েছিলেন গুরুতর দুর্ঘটনায় পড়া ‘এক’ ব্যক্তিতে বাঁচাতে। কিছুটা সুস্থ হওয়ার পরই পান্ত খোঁজ নেন। কৃতজ্ঞতা জানাতে সেই রজতকে একটি স্কুটারও উপহার দিয়েছিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। 

এদিকে, ভারতীয় গণমাধ্যমে খবর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সেই রজত। ২৫ বছরের রজত ও তার বান্ধবী ২১ বছরের মনু কাশ্যপ একসঙ্গে বিষ পান করেছেন বলে খবর। ভিন জাতের দুই তরুণ-তরণীর সম্পর্ক পরিবারের স্বীকৃতি পায়নি।

সম্পর্ক ভাঙার হতাশাতেই রজত ও তার বান্ধবী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যায়। তাদের গ্রাম বুছা বস্তির এক বাসিন্দা দু'জনকে মাটিতে পড়ে ছটফট করতে দেখে বাকিদের খবর দেন। দুই পরিবারের লোকজন এসে উপস্থিত হওয়ার আগেই বড় ক্ষতি হয়ে যায়। রজত ও মনুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনুর পরিবার তাদের মেয়েকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যান, যেখানে মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় মনুর। রজতের পরিস্থিতিও খুব ভালো নয় এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে খবর। এদিকে, মনুর শেষকৃত্যের পরই তার পরিবারের তরফে রজতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। মনুর মা অভিযোগ করেন যে, রজত তার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছেন। 

বায়ান্ন/একে