ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ জানুয়ারী ২০২৩ ১০:৪৫:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

নতুন বছরের প্রথম সপ্তাহে তীব্র শীত অনুভূত হচ্ছে কলকাতায়। শহরটিতে আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই প্রথম মৌসুমে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছে। 

 

গত ১৭ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সেদিন মৌসুমের শীতলতম দিন ছিল। তবে বৃহস্পতির কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে সেই নজির ভেঙেছে।

 

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

 

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলোতে ভালোই শীত অনুভূত হতে পারে। কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।