ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কাতার বিশ্বকাপে থাকছেন ৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১৪ নভেম্বর ২০২২ ০৯:১৩:০০ অপরাহ্ন | খেলাধুলা

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৬ দিন। ফুটবলের সবচেয়ে বড় এ আয়োজনকে ঘিরে উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। যদিও বরাবরের মতোই এবারও বিশ্বকাপে মূলপর্বে সুযোগ পায়নি বাংলাদেশ। তবে ফুটবল দল বিশ্বকাপে সুযোগ না পেলেও বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের ৮ জন। 

বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশের এ আটজন মূলত যাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হবেন বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ৮ জন। 

মনোনীত ৮ স্বেচ্ছাসেবক হলেন- জনাব হাসসানুল ইসলাম, জনাব জাহিদ হাসান, জনাব আব্দুল করিম, জনাব ওয়াসিফ আজাদ, জনাব আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, জনাব আবু নোমান মোঃ রেজওয়ান, জনাব রিয়াজুল হোসেন অনিক। 

স্বাগতিক দেশ কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ২৮ দিনব্যপী ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।