ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের আদেশ দিয়েছে রশিয়া। রাশিয়ার দখল করা ইউক্রেনের আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে এটি একটি।
বুধবার ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বাহিনীর এক বৈঠকে এ আদেশ দেন। খবর সিএনএন, বিবিসির।
তিনি বলেন, পর্যাপ্ত রসদ ও জনবলের অভাবে বর্তমানে খেরসন সিটিতে সেনা মোতায়েন রাখা আর সম্ভব হচ্ছে না।
খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহারের অর্থ— ইউক্রেনের প্রধান নদী দানিপ্রোর পশ্চিমাঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিয়েছে রুশ বাহিনী।
তবে রুশ বাহিনীর এ পদক্ষেপ তাদের রণকৌশল পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। কারণ বুধবারের বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেছেন, ‘এ পরিস্থিতিতে আমার মতে সবচেয়ে বিচক্ষণ ও আদর্শ বিকল্প হলো— দানিপ্রো নদী ও তার যেসব এলাকা এখনো রুশ বাহিনীর দখলে রয়েছে, সেসব এলাকায় নতুন করে সেনাদের সংগঠিত করা।’
বুধবার খেরসনের রুশপন্থি উপনেতা কিরিল স্ট্রেমৌসভ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি অবশ্য এখনো পরিষ্কার নয় যে, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ছয় দিন আগে স্ট্রেমৌসভ রুশ বাহিনীকে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, দানিপ্রোর পূর্বাঞ্চলে রাশিয়াকে সেনা সমাবেশ বাড়াতে হতে পারে।
কিরিল স্ট্রেমৌসভের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দানিপ্রোর পশ্চিমতীর থেকে সেনাদের সরিয়ে নিল রুশ কমান্ড।