ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফের ভূমিকম্পে কাঁপল দিল্লি

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শনিবার ১২ নভেম্বর ২০২২ ০৯:৪৫:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে। কেঁপে উঠল উত্তর ভারতের একাংশও। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালে ছিল বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র। তারা জানায়, শনিবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে নেপালে (ভারতের উত্তরাখণ্ডের সীমান্তের কাছে) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২১২ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৭১ কিলোমিটার, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৩ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯৭ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩০৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।

 

 

 
ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে যে স্থানে ভূমিকম্প হয়েছিল, সেই এলাকার কাছেই আজ ভূমিকম্পের উৎসস্থল ছিল। আজও উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের একাংশে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

 

 

সূত্র : হিন্দুস্তান টাইমস