ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টিতে বন্ধ খেলা, মিরাজের ব্যাটে লিডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ০৩:১২:০০ অপরাহ্ন | খেলাধুলা

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তন। মেহেদী হাসান মিরাজের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬৫ রানের লিড নিয়েছে। ৭ উইকেটে ২৬৭ রানে খেলা চলতে থাকলেও বৃষ্টি বাধা হয়ে আপাতত খেলা বন্ধ রয়েছে। ক্রিজে মিরাজ ৭৭* এবং নাঈম হাসান ১২* রানে অপরাজিত আছেন।

বুধবার (২৩ অক্টোবর), তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১০১/৩ অবস্থায় দিন শুরু করলেও কিছুক্ষণের মধ্যে ১১২/৬ হয়ে যায়। মনে হচ্ছিল ইনিংস ব্যবধানে হার অনিবার্য। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলীর ১৩৮ রানের রেকর্ড জুটিতে বাংলাদেশ ম্যাচে ফেরে। এ জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ রান জুটির রেকর্ড গড়েছে। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।

জাকের আলী ৫৮ রানে আউট হলেও মিরাজের ফিফটি এবং তার দৃঢ়তা দলকে লিড এনে দেয়। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন জাকের। পরে নাঈম হাসানও এলবিডব্লিউ হন, তবে রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে যান। এসময় বাংলাদেশের লিড ছিল ৫০ রান।

এর আগে, প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনার সেঞ্চুরির ওপর ভর করে ৩০৮ রান সংগ্রহ করে।

 

বায়ান্ন/এএস