ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

যশোরের শার্শায় মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান

বেনাপোল প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৫:১২:০০ অপরাহ্ন | বিজয়ের ৫০ বছর

 

যশোরের শার্শায় মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ট ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে সকাল ১১ টার সময় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সায়েদ মিনহাজ সিদ্দিক। এ সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টু-আইসি মেজর তৌফিক এলাহি, উপ-পরিদর্শক জামিরুল হক চৌধুরী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন শাড়াতলা সরকারি বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজাসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। #