ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২৭ তীর্থ যাত্রী আহত

রাকিব সরকার, রাঙামাটি | প্রকাশের সময় : শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ০১:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আজ শুক্রবার সকালে রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২৭ জন তীর্থ যাত্রী আহত হয়েছেন। এর মধ্য পুষ্পিতা বড়ুয়া নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে একটি বাসযোগে শিশু ও মহিলাসহ ৪০ থেকে ৫০ জন তীর্থ যাত্রী রাঙামাটির রাজন বন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে আসছিলেন। আসার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ২৭ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১৬ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে এবং ১১ জন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে বলে জানা যায়। আহতরা সবাই বৌদ্ধ ধর্মালম্বী।

রাঙামাটি কতোয়ালী থানার ওসি সাঈদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই তীর্থ যাত্রী।

বায়ান্ন/প্রতিনিধি/একে