পঞ্চগরে কাদিয়ানী বিরোধী আন্দোলনে নিহত শহীদ আরিফুজ্জামান রাহির হত্যার বিচারের দাবীতে ও কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পরবর্তী পথ সভা করেছেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার তৌহিদী জনতা। শুক্রবার (১০ মার্চ) জুম'আর নামাজের পর শান্তিগঞ্জ উপজেলা তৌহিদী জনতার আয়োজনে শান্তিগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল শেষে ও পথ সভা করেছেন তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিল শেষে সভায় কাদিয়ানীদের জাতীয় সংসদে অমুসলিম ঘোষণা, নবীর পরে নবী নাই- সংসদে আইন চাই, এই আইন পাশ করা ও খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলা বন্ধের দাবী করেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতা। মিছিল শেষে পথ সভায় শায়েখ মাওলানা ইস্কন্দর আলীর সভাপতিত্বে, মাওলানা জাহাঙ্গীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সভাপতি মাও মুশতাক আহমদ গাজী নগরী, মুহাদ্দিস মাওলানা গৌছ উদ্দীন ,মাওলানা নুরুল হোসাইন, মাও রমজান হুসাইন, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আব্দুর রশীদ, জয়কলস ইউপি সদস্য লিটন মিয়া হাফিজ মাহমদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জমিরুল ইসলালাম মমতাজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোহেল তালুকদার, মাওলানা আব্দুর রকিব, নুর হোসেন, কাজী মাহমুদুল মমতাহ হাসান, কাজী আহমাদুল মমতাজ মারজান সহ কয়েকশত মুসলিম জনতা প্রমূখ।
অপর দিকে জুম'আ বাদ কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের সকল কার্যক্রম বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও পরবর্তী পথ সভা করেছেন পশ্চিম পাগলা ইউনিয়নের তৌহিদী জনতা।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় মাওঃ রেজুয়ান আহমদ ও হাফিজ আবু সাইদের যৌথ পরিচারনায় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওঃ তাহির আহমদ জামলাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন, মুফতি মুনাজির আহমদ, মাওঃ ছালিক আহমদ, মোঃ সজিব আহমদ, মাওঃ সাদিকুর রহমান, গাজী আবুল কালাম, কবির আহমদ, মোঃ সালেহ্ আহমদ, মোঃ নাছির উদ্দিন, মুফতি রায়হান আহমদ, হাফিজ আনোয়ার হোসেন, ক্বারী সোয়াইব আহমদ, আবিদুর রহমান, হাফিজ হেলাল হাসান, শাহীন রহমান, মোঃ আলী হোসেন, হাফিজ মাহবুবুর রহমান, মোঃ সাইদুর রহমান ও মোশাররফ হোসেন প্রমুখ।