ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

অপেশাদার আচরণের কারণে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ১২:৫৩:০০ অপরাহ্ন | খেলাধুলা
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। এমন আচরণের জন্য ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

ওই দিন আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। তবে চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। এ সময় ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন অধিনায়ক শাই হোপ। পরের বলেই দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার। সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কিন্তু ওভার শেষ করেই অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান তিনি।

যদিও মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেছিলেন কোচ ড্যারেন সামি। কিন্তু তা আমলে নেননি এই পেসার। তাই এমন আচরণের জন্য জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বায়ান্ন/একে