ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি আজ

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ ১০:২৫:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে শেষ যে চার দল এখনও লড়াইয়ে টিকে আছে, সেগুলোর মধ্যে দুটি দলই সেমিতে এসেছে টাইব্রেকারের মাধ্যমে। আর সেই দুটি দলই হল- আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারের মাধ্যমে খেলার তা নির্ধারণ করা হয়।

 

বিশ্বকাপে টাইব্রেকারের এই প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর। 

১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি। প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে। 

সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে।

সেই আর্জেন্টিনাই আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। 

আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক টাইব্রেকারের দুই দলের পারফরম্যান্স-

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৪:৩ নেদারল্যান্ডস, ২০২২, কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪:২ নেদারল্যান্ডস, ২০১৪, সেমিফাইনালে

আর্জেন্টিনা ২:৪ জার্মানি, ২০০৬, কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪:৩ ইংল্যান্ড, ১৯৯৮, শেষ ষোলো

আর্জেন্টিনা ৪:৩ ইতালি, ১৯৯০, সেমিফাইনাল

আর্জেন্টিনা ৩:২ যুগোস্লাভিয়া, ১৯৯০, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া ৪:২ ব্রাজিল, ২০২২, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৪:৩ রাশিয়া, ২০১৮, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৩:২ ডেনমার্ক, ২০১৮, শেষ ষোলো