সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আর মিনিট পঞ্চাশ পরেই শুরু আর্জেন্টিনার তৃতীয় বিশ্বজয়ের মিশন। তার আগে আলবিসেলেস্তেরা নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে।
প্রত্যাশিতভাবেই এই দলে মেসি আছেন। তাকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাও করা চলে না, আজও এর ব্যত্যয় ঘটেনি। মেসি আছেন, সঙ্গে আছেন দলের আরও এক অপরিহার্য অংশ আনহেল ডি মারিয়াও। আক্রমণে দুই তারকার সঙ্গী লাওতারো মার্টিনেজ।
গোলরক্ষক হিসেবে প্রত্যাশিতভাবেই আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে রক্ষণে চমক হিসেবে এসেছে নিকলাস টালিয়াফিকোর অন্তর্ভুক্তি। মার্কোস আকুনইয়াকে রাখা হয়নি একাদশে। রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনা জায়গা পেয়েছেন দলে, গনজালো মন্তিয়েল আর হুয়ান ফয়েথকে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় রেখে। রক্ষণের বাকি দুই জায়গায় আছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর নিকোলাস অটামেন্ডি।