ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ওবামাসহ ৫০০ মার্কিনীর বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শনিবার ২০ মে ২০২৩ ১১:৫৮:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক এরিন ব্রুনেটসহ অন্তত ৫০০ প্রভাবশালী মার্কিন নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন টেলিভিশন সাংবাদিক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, সেথ মেয়ার্সসহ যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বেশ কয়েক জন সদস্যও রয়েছেন এ তালিকায়।

 

শুক্রবার এ সংক্রান্ত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের নিয়মিত নিষেধাজ্ঞা জারির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত ৫০০ মার্কিন নাগরিককে মস্কো বা রাশিয়ান ফেডারেশনের যে কোনো অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানের শাস্তি হিসেবে শুক্রবার শতাধিক রুশ কোম্পানি ও নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। তার কয়েক ঘণ্টা পরই পাল্টা নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করল মস্কো।

 যেসব মার্কিন নাগরিকের নাম নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, তারা সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে কোনো না কোনোভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়মিত ভীতি ও ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছেন— উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের অনেক আগেই শেখা উচিত ছিল— রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষ্ঠুর পদক্ষেপ নেওয়া হলে আমরাও বিন্দু পরিমাণ ছাড় দেবো না। প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাব দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।’