ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন জাপানের

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : বুধবার ২৩ নভেম্বর ২০২২ ০৯:০৪:০০ অপরাহ্ন | খেলাধুলা

গতকাল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের ‘শক’টা কাটেনি এখনো। এরই মধ্যে আরও এক অঘটন দেখল কাতার বিশ্বকাপ। জাপান হারিয়ে দিল জার্মানিকে। শুরুতে পিছিয়ে পড়েও শেষের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি। এদিন জাপান মাঠে কেবল ডিফেন্স করতে করতে ব্যস্ত ছিল। প্রথমার্ধেই জার্মানি মোট ১৪টি আক্রমণ সংগঠিত করেছে। যার পাঁচটি আবার গোলমুখে রেখেছে জার্মানির ফুটবলাররা। এ ছাড়াও বল দখলেও জার্মানির ছিল একচ্ছত্র আধিপত্য। জার্মানির ৮১ শতাংশের বিপরীতে জাপান রাখতে পেরেছিল ১৯ শতাংশ মাত্র। এর মধ্যে জার্মানি যে একটি গোল দিয়েছে সেটিও পেনাল্টির সৌজন্যে। ম্যাচের ৩৩ মিনিটে জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা জার্মানির জশুয়া কিমিখকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এলকায় গুন্ডোয়ান। প্রথমার্ধের ইনজুরি সময়েও জাপানের জালে বল জড়ায় জার্মানির কাইল হাভার্জ। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়।