ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথমার্ধে গোল শূণ্য ব্রাজিল-ক্রোয়েশিয়া

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ ০৯:৪৭:০০ অপরাহ্ন | খেলাধুলা

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিল আক্রমণাত্মক খেললেও রক্ষণাত্মক ছিলো ক্রোয়েশিয়া। সেলেসাওদের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার পাশাপাশি দলটি আক্রমণেও দেখায় দক্ষতা। তবে লক্ষ্যে নিতে পারেননি কোনো শট। অপরদিকে তিনটি লক্ষ্যে শট নিয়েও বল জালে ভেড়াতে পারেনি নেইমাররা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ব্যবধানে ড্র করে বিরতিতে গেছে ব্রাজিল।

 

গ্রুপপর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের নিয়মিত লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো। যে কারণে শেষ ষোলোর প্রথম ম্যাচে মাঠা নামা হয়নি তার।

 

 

যদিও ইতোমধ্যে ইনজুরি কাটিয়ে উঠেছেন জুভেন্টাসের এই ডিফেন্ডার। তবে কোয়ার্টার ফাইনালে বেঞ্চেই থাকছেন তিনি।

সান্দ্রো না থাকাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে থাকা একাদশ নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। ওই ম্যাচের মতোই রাইট-ব্যাক হিসেবে খেলবেন এদার মিলিতাও। লেফটে থাকবেন দানিলো।  

 

ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, দানিলো, এদার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনিয়া, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।