ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বেনাপোল ও শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় পালিত

বেনাপোল প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৫:১১:০০ অপরাহ্ন | বিজয়ের ৫০ বছর

 

যশোরের বেনাপোলসহ শার্শা উপজেলার সর্বত্র নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে বিজয়ের সূবর্ণ জয়ন্তি। দিবসটি উদযাপনে সূর্যোদয়ের সাথে সাথে বেনাপোল ও শার্শা থানা চত্ত্বরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

সকালের প্রথম প্রহরে বেনাপোল কাগজপুকুর স্মৃতিস্তম্ভে ও শার্শা উপজেলায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন যশোর- ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি- সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফ্ফর হোসেন, শার্শা থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী,  শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান। পরে স্কুল কলেজের শিক্ষাথীরা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিজয় স্মৃতিস্তম্ভে¢ পুষ্পস্তবক অর্পন করেন। বেনাপোল কাস্টমস হাউসেও নানা আয়োজনের মধ্য বিজয় দিবস পালন করছেন। সকালে কাস্টমের বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পন  করেন কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমানসহ অন্যান্য কর্ম কর্তারা। এদিকে  বিজিবির  পক্ষ থেকে শার্শার কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদানসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের মধ্য সম্পর্ক আরো সুদৃড় করতে বিকালে বেনাপোল ও ভারতের পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে অনুষ্টিত হবে বিজিবি-বিএসএফের মধ্যে ‘রিট্রিট সেরিমনি’ উৎসব।