চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছেন, এটা আমরাও চাই। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক রাষ্ট্র প্রধান নির্বাচিত হওয়াও জরুরী।
শনিবার (৩০ নভেম্বর) তিনি হাটহাজারী উত্তর মার্দাশার প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরনকালে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান যে পরিস্থিতি তা যেন আমরা শীঘ্রই সমাধান করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।
নির্বাচন প্রক্রিয়া দ্রুততম সময়ে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন, সবাই সম্মানীত ব্যক্তি এবং যার-যার সেক্টর থেকে প্রত্যেকেই প্রতিষ্ঠিত আমি তাদের সম্মান করি, শ্রদ্ধা করি। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা দরকার ওনারা এখনো সে পর্যায়ে যেতে পারছে না উল্লেখ করে এ ব্যাপারে দলের চেয়ারপার্সনের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে হেফাজতে ইসলামের মামলা লড়তে গিয়ে মিথ্যা জঙ্গি অর্থায়নের মামলায় দীর্ঘ ১০ মাস কারাবরণের পর ছয় বছর দেশের বাইরে ছিলাম। আজ এই প্রথমবারের মতো এলাকার লোজনের সাথে দেখা করতে আসলাম।
হাটহাজারি আসনে সাবেক চার চারবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার সাকিলা ফারজানা আরো বলেন, আমরা হাটহাজারিবাসীর প্রতি কৃতজ্ঞ। তাঁরা বারবার ভোট দিয়ে আমার বাবাকে নির্বাচিত করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দলের কাছথেকে আমি অবশ্যই এটা আশা করি এবং দল আমাকে মনোনয়ন দিবে এটা আমার বিশ্বাস। বাকিটা দলের চেয়ার পার্সনের উপর নিভর্র করবে।
তিনি নির্বাচিত হলে হাটহাজারিতে একটি ভালো মানের হাসপাতাল নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং হালদা ভেড়িবাধসহ আরো বেশকিছু উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।
শনিবার সকাল নয়টা থেকে তিনি ১০ নং উত্তর মার্দাশার ইউনিয়ন পরিষদের মাদারিপুল, ৭ ও ৮ নং ওয়ার্ড, উত্তর মার্দাশা হাই স্কুল, ৬নং ওয়ার্ডের তৈমুহনী সৈয়দ আহমদ হাট, ৫নং ওয়ার্ড মাহালুমা বাজার, ৪নং ওয়ার্ডের বদিউল আলম হাট, ১ ও ২ নং ওয়ার্ড এবং বটতল ৩নং ওয়ার্ডে লিফলেট বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন।
এসময় হাটহাজারি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়াম্যান আবুল হোসেন, এশরাম হোসেন, মো. মহিউদ্দিন, ফারুক, দেলোয়ার, এমজি কিবরিয়া, মুরাদ,মুজিব, রোকন, পারভেজ, রুবেল, সুমন, মানিক সওদাগর, নাছির, হাবিবুল্লাহ, মাহমুদুল হক, মনা, ইব্রাহিম, শরীফ, আলমগীর, রিপন, এরশাদ, আশিক, আকবরসহ বিপুল নেতাকর্মি ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এসএ