সাউথ আফ্রিকায় শিবচরের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই প্রবাসীর হত্যার খবর বাড়িতে পৌছালে পরিবারজুড়ে আহাজারি নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত নিহতের মরদেহ বাড়িতে আনার দাবী করেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, সাউথ আফ্রিকার জোহানাসবার্গে ২০০৯ সাল থেকে মুদি ব্যবসা করছিলেন মাদারীপুরের শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আনেস সিকদারের ছেলে শামীম সিকদার (৪২)। সোমবার সাউথ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে দোকান পরিচালনাকালে দূবৃত্তরা হামলা চালায়। এসময় শামীম লুকিয়ে আত্মরক্ষার চেষ্টার করে। একপর্যায়ে শামীমের মাথায় গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন শামীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাকে হত্যা করলেও দোকান থেকে কোন মালামাল বা টাকা লুট করেনি সন্ত্রাসীরা। ফলে অনেকেরই ধারনা শামীমের ব্যবসা ভাল হওয়ায় শত্রুতাবসত সন্ত্রাসীদের দিয়ে এহত্যাকান্ড ঘটানো হতে পারে। মঙ্গলবার শামীমের বাড়িতে তার মৃত্যুর খবর পৌছালে এলাকাজুড়ে শোক নেমে এসেছে। স্ত্রী আইরিন আক্তারসহ পরিবারটিজুড়ে শোকের মাতম বইছে। শামীমের বড় ছেলে আরিফ দশম শ্রেনীর ছাত্র, ছোট ছেলে তামিম অষ্টম শ্রেনীর ছাত্র ও জমজ ২ মেয়ে মৌ মানছার বয়স ৪ বছর।
এলাকাবাসি জানায়, সন্ত্রাসীরা শামীমকে হত্যা করলেও কোন মালামাল লুট করেনি বা টাকাও নেয়নি। ব্যবসা ভাল হওয়ায় আফ্রিকায় সন্ত্রাসী ভাড়া করে বাঙ্গালীরাই এ হত্যাকান্ড ঘটাতে পারে।
নিহত শামীমের বাবা আনেস সিকদার বাস্পরুদ্ধ কন্ঠে বলেন, ৬ মাস আগেও শামীম বেড়াতে এসেছিল। আজ মৃত্যুর খবর এসেছে। আমরা লাশটি দ্রুত আনার দাবী জানাই।