ঢাকা, শনিবার ১ জুন ২০২৪, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১

চকরিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ ১০:০০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সড়কের মেধাকচ্চপিয়া এলাকায় চট্টগ্রামমুখি একটি বাসে তল্লাশি চালায়। এসময় টেকনাফ মোচনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ৬নং বøকের লোকমান হাকিমের ছেলে মো. সলিম উল্লাহর লুঙ্গির ভিতর কোমরে মোড়ানো পলিথিন থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মাকসুদ আহাম্মদ বলেন, আটক সলিম উল্লাহর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।