ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

সাতকানিয়ায় স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী আয়োজন

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ০৭:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি পালিত হয়েছে।

 

২৬ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে সাতকানিয়ায় এ কর্মসূচি পালিত হয়।

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সাদা পোশাক পরিধান করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।পরে সকাল ৮টা থেকে সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠানের উদ্বোধন,জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন,মুক্তিযুদ্ধাদের বিশেষ সম্মাননায় বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ এম এ মোতালেব সিআইপি।বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা।এছাড়াও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।